কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে মনোনয়ন পেলেন যারা

fec-image

কুতুবদিয়ায় আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে সরকারি দল আওয়ামী লীগের দলীয় প্রতীক নিশ্চিত হয়েছে। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার জন্য ২৩ জন আবেদন করলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে টিকে গেলেন উত্তর ধুরুং ইউনিয়নে মো. ইয়াহিয়া খাঁন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়নে মো. রেজাউল করিম, কৈয়ারবিল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়নে মো. আবুল কালাম এবং আলী আকবর ডেইল ইউনিয়নে ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার।

বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন না করলেও ব্যক্তি যোগ্যতায় স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে ইতিমধ্যে প্রার্থী নিশ্চিত করেছেন ৪ ইউনিয়নে। উত্তর ধুরুং ইউনিয়নে দু‘একজনের নাম শোনা গেলেও সেটি নিশ্চিত নয়। দক্ষিণ ধুরুং ইউনিয়নে উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউনিয়নে উপজেলা সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আকতার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা সভাপতি বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউনিয়নে এখনো প্রার্থী নিশ্চিত হয়নি বলে জানা গেছে। আলী আকবর ডেইল ইউনিয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি‘র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী অথবা তার ভাই সাবেক চেয়ারম্যান ফিরোজ খাঁন চৌধুরীর যে কোন একজন প্রার্থী হবেন।

জামায়াতের দলীয় প্রার্থী না হলেও উত্তর ধুরুং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরীর প্রার্থীতা নিশ্চিত করেছেন।বাকি ৫ ইউনিয়নে তাদের প্রার্থী হচ্ছেনা বলে জানা গেছে। অপর দিকে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃতাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আনিকুর রহমান জানান, দলীয় প্রতীক হাতপাখার চেয়ারম্যান প্রার্থী ৬ ইউনিয়নের মাঝে কৈয়ারবিল ছাড়া ৫ ইউনিয়নে প্রার্থী নিশ্চিত করেছেন তারা। উত্তরধুরুং ইউনিয়নে দেলোয়ার হোছাইন, দক্ষিণ ধুরুং মো. আলমগীর, লেমশীখালীতে ডা. মো. শরীফ, বড়ঘোপে মাওলানা মো. আক্কাছ উদ্দিন, আলী আকবর ডেইলে মাও: মোহাম্মদ ইদ্রিছ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা উত্তরজোন সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, সংগঠনটির প্রতিটি ওয়ার্ড কমিটি করতে তারা সক্ষম হয়েছেন। তবে আসন্ন ইউপি নির্বাচনে সংগঠনের ব্যানারে তারা ইতিমধ্যে দক্ষিণ ধুরুং ইউনিয়নে আবু ইশতিয়াক আক্কাছ এবং কৈয়ারবিলে তিনি নিজেই প্রার্থী হচ্ছেন। আলী আকবর ডেইল ইউনিয়নে তাদের প্রার্থী রয়েছেন অপেক্ষমাণ। মানবতার সেবায় আগামীতে তারা সব ক‘টি ইউনিয়নেই প্রার্থী দেবার আশা ব্যক্ত করেন।

এ দিকে প্রার্থী সংকটে জাতীয় পার্টি। আলী আকবর ডেইলে জাপা‘র দলীয় লাঙ্গল প্রতীকে প্রার্থী হবেন ওই ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক। অন্যান্য ইউনিয়নে প্রার্থী থাকবে কিনা তা বলা যাচ্ছেনা বলে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুল মোনাফ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন