parbattanews

কুতুবদিয়ায় এক দিনে ৭০ নমূনা সংগ্রহ

কুতুবদিয়ায় এক পাড়াতেই ২০ জন করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ফলে ওই পাড়া রেডজোন ঘোষণা‘সহ এক দিনেই ৭০ জনের নমূনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলার উত্তর ধুরুং কালারমার মসজিদ পাড়ায় এক সপ্তাহ আগে প্রথম করোনাভাইরাস ধরা পড়লে সংস্পর্শে থাকাদের নমূনা নেয়া হয়।

একই পরিবারে শিশু‘সহ ৭ জনের দেহে ভাইরাস শনাক্ত হলে প্রতিবেশিদের নমূনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়।

মঙ্গলবার(২৩ জুন) ৩৯ জনের নমূনায় ১৫ জন পজিটিভে ওই পাড়াতেই ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। ফলে উপজেলা প্রশাসনের জরুরি সভায় মসজিদ পাড়া‘সহ ৭ নং ওয়ার্ড রেডজোন ঘোষণা করেন।

বুধবার (২৪ জুন) প্রচারণা চালিয়ে উত্তরণ বিদ্যানিকেতন মাঠে ৪৩ জনের নমূনা সংগ্রহ করা হয় বলে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গোলাম মওলা জানিয়েছেন।

এছাড়া একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি‘সহ আরো ২৭ জনের নমূনা সংগ্রহ করা হয় বলে ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান।

Exit mobile version