parbattanews

কুতুবদিয়ায় এখনো গুড় ও চিনির কেজি ৭২ টাকা

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় গত রমযান উপলক্ষ্যে চিনি, গুড়ের দাম হঠাৎ বেড়ে গেলেও এখনো তা কমার লক্ষণ নেই। ঈদের একমাস পরেও উপজেলার বিভিন্ন খুচরা দোকানে চিনির কেজি বিক্রি হচ্ছে ৭২ টাকায়। রমযানের আগেও ছিল কেজি প্রতি মাত্র ৪৬ টাকা। ইফতার সামগ্রীতে চিনির প্রয়োগ বেশি হওয়ায় এক প্রকার বিনা কারণেই কেজিতে বেড়ে যায় ২৬ টাকা। এতে ডায়াবেটিস পরিবারে কিছুটা স্বস্তি থাকলেও সাধারণ ক্রেতারা ছিল উদ্বিগ্ন।

অপরদিকে সচরাচর চিনির পরিবর্তে আখের গুড় কম ব্যবহার হলেও এরও দাম বাড়ে পাল্লা দিয়ে। বর্তমানে এই গরীবের চিনি গুড় কেজি ৭২ টাকা। দাম কমার কোন লক্ষণ নেই। উপজেলা সদর বড়ঘোপ হাসপাতাল গেইটে আবুল কালাম স্টোরের শফি আলম বলেন, চিনির দাম কমেনি। ২৫০ গ্রাম কিনলে ১৮ টাকা। এক কেজি নিলে ৭০ টাকা। ঈদ নেই, রমযান মাস নেই তবু কেন চিনির দাম বেশি এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, দাম বৃদ্ধি এখনো রয়েছে। কেনা বেশি। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

ধুরুংবাজারের আল হোছাইন স্টোরের মালিক নুরুল আবছার জানান, গুড় কেজি ৭২ টাকা। তবে আরো বেশি হতে পারে। চিনির কেজি ৬৮ টাকা। রমযান মাসেও একই দামে বিক্রি হয়েছে বলে তিনি জানান। এখন কেন দাম বেশি তা তারা জানাতে পারেননি। ভোগ্য পণ্যের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও এ দু‘টি ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মাঝে। ক্রেতা সাধারণের প্রশ্ন, ঈদ নেই, রমযান মাসের অজুহাত নেই। তার পরেও কেন চিনির দাম কমছে না।

Exit mobile version