parbattanews

কুতুবদিয়ায় এসএসসিতে ফলাফল বিপর্যয়

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় এবার এসএসসি ফলাফলে বিপর্যয় ঘটেছে। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধূরুং হাই স্কুল কেন্দ্রে  ৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৭৭৩ জন। গড় পাশের হার ৬৪.৫৭।

জিপিএ-৫ পেয়েছে ২৫ জন পরীক্ষার্থী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ফলাফল বিপর্যায়ের মাঝেও উপজেলায় সেরা ফলাফল ধরে রেখেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। ৩৫৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৮৯ জন। পাশের হার ৮১.৮৬। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। দ্বিতীয় অবস্থানে এবার কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়। ১০৩ জনে পাশ করেছে ৭৭ জন। ১ জন জিপিএ-৫ সহ পাশের হার ৭৪.৭৫। এর পরে রয়েছে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়। ১০৬ জনে ১ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৩ জন। পাশের হার ৬৮.৮৬।

এ ছাড়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৪৫ জনে পাশ করেছে ১৫৯জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৬৪.৮৯। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২জন জিপিএ-৫ সহ ১১৫ জনে ৬৯ জন। পাশের হার ৬০। লেমশীখালী উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ সহ ১১৩ জনে পাশ করেছে ৫০ জন, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলে ৬১ জনে পাশ করেছে ২৮ জন এবং সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১০১ জনে পাশ করেছে ২৮ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী  উপজেলায় ফলাফল ভাল নয় মন্তব্য করে বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে নকল মুক্ত পরিবেশে গ্রহণ করা হয়েছিল। আগামীতে আরও ফলাফল ভাল করবে বলে তিনি আশা করেন।

Exit mobile version