কুতুবদিয়ায় এসএসসিতে ১৪৫৬ দাখিলে ৩৮৯ পরীক্ষার্থী

fec-image

কুতুবদিয়ায় এবার এসএসসি পরীক্ষায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৪৫৬ জন শিক্ষার্থী অংশ নেবে। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৮টি প্রতিষ্ঠানের দাখিলে ৩৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে সংশ্লিষ্ট কেন্দ্র সূত্র জানায়।

এসএসসিতে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১৫ জন। লেমশীখালী হাই স্কুলের ১৮৫ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ১২২ জন ও কবি জসীম উদ্দিন উচ্চি বিদ্যালয়ের ১০৮ জন।

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৪৭ জন। এ কেন্দ্রে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন ,ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৫৪ জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৮৮ জন। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৯৪ জন। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৯৮ জন ও সতরুদ্দীন হাই স্কুলের ৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।

অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৯টি মাদ্রাসা থেকে মোট ৩৮৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে কেন্দ্র সচিব অধ্যক্ষ নুরুল আলম জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, কুতুবদিয়া, মাদ্রাসা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন