parbattanews

কুতুবদিয়ায় এসিল্যান্ডের উপর হামলার চেষ্টা

কুতুবদিয়া আজম কলোনীতে সরকারি খাস জমিতে রাতারাতি ঘর তোলায় বাধা দিতে গেলে হামলার চেষ্টা চালায় এলাকাবাসি। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী খাস জমি দখল উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ঘর নির্মাণের জন্য আজম কলোনীতে পরিত্যক্ত খাস জমি নির্ধারণ করা হয়। এ জন্য দু‘দিন আগে সহকারি কমিশনার (ভূমি) ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান খাসজমি সরেজমিন পরিদর্শন করে আসেন।

বুধবার (৯ ডিসেম্বর) স্থানীয়রা ওইসব খাস জমিতে রাতারাতি ঘর তুলতে থাকে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী দখলে বাধা দিতে গেলে এলাকাবাসি লাঠি-সোডা,রড নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে প্রশাসনের সহায়তা চাইলে থানার ওসি মো: জালাল উদ্দিন অতিরিক্ত পুলিশ টীম পাঠিয়ে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, আজম কলোনীতে সরকারি খাস জমিতে ভূমিহীনদের ঘর নির্মাণের লক্ষ্যে সরকার প্রদত্ত স্থান পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ভুল বুঝে সেখানে তারা রাতারাতি কাচা ঘর নির্মাণ করার চেষ্টা করলে বাধা দিতে গেলে এলাকাবাসি তাদের উপর হামলার চেষ্টা করে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন বলে তিনি জানান।

Exit mobile version