কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

fec-image

“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্য বিবাহ বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১১টায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলী আকবর ডেইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে ও আলী আকবর ডেইল ইউনিয়ন বিট পুলিশে দায়িত্ব প্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক শরিফুল ইসলামের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার।

শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মৌঃ জাকারিয়া ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী বিট অফিসার সহকারী উপ-পরিদর্শক রতন মিয়া।

সভায় অন‍্যান‍্যদের মাঝে আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা, থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহামুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.শহিদুল ইসলাম,নাজেম উদ্দিন লালা,নজরুল ইসলাম,ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল আনছার মোঃ শোয়াইব ছিদ্দিকী,ইউপি সদস্য আফজল আহমদ, শিক্ষক তৌহিদুল ইসলাম কাজল,আবুল কাশেম,ইউপি সদস্য শামশুল আলম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবদু রহিম রাসেল, সুজন সিকদারসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী কবিতা আবৃত্তি করেন এসএসসি পরীক্ষার্থী শাহারিজা তানজিল। এছাড়া সভায় ইউপি সদস্য মো. হারুন, দিদারুল ইসলাম বাচ্চু, মো. ফিরোজ আহমদ, দিল নেওয়াজ খানম, মোরশেদ আলমসহ মসজিদের ইমাম, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন