parbattanews

কুতুবদিয়ায় করোনার বুষ্টার দিবসে ৮৮০০ টিকা প্রদান

কুতুবদিয়া উপজেলায় বুষ্টারডোজ দিবস উপলক্ষ্যে মোট ৮ হাজার ৮০০ জনে করোনার টিকা নিয়েছেন। বুষ্টার ডোজ ও অন্যান্য ডোজসহ এই টিকা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কমিউনিটি ক্লিনিক ও নির্দিষ্ট কেন্দ্রসহ ২১টি টিকা কেন্দ্রে এই বুষ্টার ডোজ প্রদান করা হয়।

হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান বলেন, উপজেলায় করোনার বুষ্টার ডোজ উপলক্ষ্যে ৬ ইউনিয়নে ২১টি টিকা কেন্দ্রে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ১০ হাজার। এদিন ৮ হাজার ৮০০ জনকে টিকা দেয়া হয়েছে। এছাড়া আগ্রহীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনকরোনার প্রয়োজনীয় ডোজ নিতে পারবেন বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, দেশব্যাপি মঙ্গলবার করোনার বুষ্টার দিবসে কুতুবদিয়ায় লক্ষ্যমাত্রারকাছাকাছি তারা পৌছাতে পেরেছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ছিল আগে থেকেই। তবে বুষ্টার ডোজসহ নির্দিষ্ট ডোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version