parbattanews

কুতুবদিয়ায় কাঁচা সবজির দর আকাশচুম্বি

কুতুবদিয়ায় আগাম সবজি উঠতে শুরু করলেও কাচা তরি তরকারির দাম ভোক্তাদের নাগালের বাইরে। বাজারে গিয়ে ক্রেতাদের যেন নাভিশ্বাস। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার প্রধান বড়ঘোপ বাজারে সরেজমিন গেলে এ চিত্র দেখা যায়।

নতুন সবজি ছোট সাইজের ফুল কপি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা কেজি ৮০ টাকা। আলু দেশিটা ৬০ টাকা। বেগুন ৬০/৭০ টাকা। ঢেড়শ কেজি ৭০ থেকে ৮০ টাকা। বাধাকপির কেজি ৮০ টাকা। কাঁচা মরিচের কেজি এখনো ২৪০ টাকা। ধুরুং বাজারের ব্যবসায়ি শাহ নেওয়াজ বলেন, বেশি দামে ক্রয়, বেশি দামেই বিক্রি করতে হয়। পণ্য পটরিবহণ খরচ আগের চেয়ে দ্বিগুণ বলে জানান তিনি।

বড়ঘোপ বাজারের কাঁচা সবজি ব্যবসায়ি মো. বাদশা, হায়দর আলী বলেন, সবজির বাজার চট্টগ্রামেই চড়া। পরিবহণ খরচ অত্যধিক। ঘাটেও কোন নিয়ন্ত্রণ নেই পণ্য ভাড়ায়। সব মিলিয়ে দাম পড়ে যাচ্ছে অধিক। তাদের করার কিছু নেই বলে জানান তারা।

স্থানীয় কাঁচা মরিচ বাজারে এলেও দাম কমেনি আমদানি করা কাঁচা মরিচের। আলী আকবর ডেইল নাছিয়ার পাড়ার সবজি মাঠের চাষি মৌলভী জয়নাল আবেদীন বলেন, মাঠে পাইকারি কাঁচা মরিচ বিক্রি করছেন কেজি ১০০ টাকা। মূলা ৪০/৪৫ টাকা। বেগুন ৫০ টাকা। বৃষ্টির ফলে এবার অনেক মরিচের চারা নষ্ট হয়ে গেছে। অধিকাংশ ক্ষেতে লোকসানে চাষিরা।

বাজারে স্থানীয় সবজি ওঠা শুরু করলেও বাজারে দামের প্রভাব পড়ছেনা। এটি ক্রেতা সাধারণ ব্যবসায়িদের ইচ্ছামাফিক দর বৃদ্ধি বলে মনে করেন। তারা নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান প্রশাসনের কাছে।

Exit mobile version