parbattanews

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ২টি অস্ত্রসহ ৩জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় কুতুবদিয়া কোস্টগার্ডের পেটি অফিসার এম. আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টার দিকে আলী আকবর ডেইল জেটিঘাটের অদুরে চ্যানেলে একটি টেম্পো ফিশিংবোট তল্লাশী করে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অস্ত্র বহনের দায়ে বোটের ৩ আরোহী মহেশখালী উপজেলার দক্ষিণ মুহুরী ঘোনার মৃত বদর উদ্দীনের পুত্র দলিলুর রহমান (৪৫), একই উপজেলার ধলঘাটা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শহীদ উল্লাহ(২০) ও একই গ্রামের আব্দুল জলীল’র পুত্র নাজেম উদ্দিন(৩০)কে আটক করা হয়। তাদের ব্যবহৃত টেম্পোবোটও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাধে আটককৃতরা অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেও তিনি জানান।

থানার এস.আই আখতার হোসাইন বলেন, কোস্টগার্ডের অভিযানে ২টি অস্ত্রসহ আটক ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Exit mobile version