parbattanews

কুতুবদিয়ায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা জানান, হাসপাতাল গেইট এলাকায় তাঁরা ভবনের পাশে পঁচা তেল, নোংরা পরিবেশ, ময়লাযুক্ত মেঝেতে ডালডা, আটা খোলা রাখা, সিগারেটের ছাই, যেখানে সেখানে ময়লাসহ নানান অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ঢাকা বেকারিকে ৩০ হাজার টাকা, বড়ঘোপ বাজারে নিউ মদিনা হোটেলকে ৫ হাজার টাকা ও উপজেলা গেইটে মা-বাবার দোয়া হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় কাগজপত্র ছাড়া জ্বালানি তেল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Exit mobile version