parbattanews

কুতুবদিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ 

কুতুবদিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (২৫ নভেম্বর) থেকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহি অফিসার মো. জিয়াউল হক মীর ২ দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. আমজাদ হোছাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতিন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী টিটু বড়ুয়া, কৈয়ারবিল ইউনিয়ন গ্রাম আদালত সহকারী আবুল কাশেম প্রমুখ। কর্মশালায় দক্ষিণ ধুরুং ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার বলেন, গ্রাম আদালত পরিচালনার জন্য ইতিমধ্যে এজলাস স্থাপন, প্রয়োজনীয় ফার্নিচার উপকরণ সরবরাহ, প্রকল্পভুক্ত ইউনিয়নে আদালত সহকারী নিয়োগ দেয়া হয়েছে। আদালত সংশ্লিষ্টদের দক্ষতাবৃদ্ধিও জন্য বিভিন্ন প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ, নারীবান্ধবকরণসহ নানাবিধ সুযোগ সুবিধা চলমান রয়েছে। এ সময় তিনি বাল্যবিয়ে বন্ধে সবাইকে ভুমিকা রাখার আহ্বান জানান।

Exit mobile version