parbattanews

কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় ইয়াসে বেহাল নাছিয়ার পাড়া রাস্তা

কুতুবদিয়া আলী আকবর ডেইল নাছিয়ার পাড়া রাস্তাটি ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেহাল হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ভাঙনে। স্থানীয়রা জানান, ফ্লাইট লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাছিয়ার পাড়া মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইট সলিন রাস্তাটি অন্তত ১০ বছর ধরেই নানা খানা খন্দকে সংস্কার বিহীন ছিল। এরই মাঝে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির স্রোতে ভেঙে যায় রাস্তার বেশ কয়েকটি জায়গায়। যোগাযোগ চলাচল বন্ধ হয়ে পড়ে।

রাস্তাটিতে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়, কুতুব আউলিয়া কিন্ডা গার্টেন, নুরুল কুরআন স্থানীয় বাসিন্দা মৌলভী জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন ব্যবসায়ি জানান, দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার হয়নি। আবার সম্প্রতি ইয়াসের প্রভাবে অনেক স্থানে গর্ত হয়ে পড়েছে। বিশেষ করে ডা: আলহাজ মো. নুরুল আলম কুতুবীর বাড়ির সামনের বাউন্ডারি ওয়াল সহ দুই চেইন রাস্তা পুরোটাই ভেঙে গেছে। ফলে যানবাহন দূরের কথা রাস্তার আশ পাশের বাড়ির মানুষ বের হতে পারছেনা।

ডা. আলহাজ মো. নুরুল আলম কুতুবী জানান, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সামুদ্রিক পানি উঠে স্রোতে রাস্তা ভেঙে গেলে তার বাড়ির বাউন্ডারি ওয়ালটিও ভেঙে পড়ে। বাড়িতে চেম্বারে রোগী আসার পথও বন্ধ হয়ে গেছে। সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

স্থানীয় এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী জামাল খান বলেন, নাছিযার
পাড়া রাস্তাটি সংস্কারে এক কোটি ৫৮ লাখ টাকার টেন্ডার হয়েছে। ওপেল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হঠাৎ ঘুর্ণিঝড় ইয়াসের কারণে উক্ত রাস্তাটির একাংশ ভেঙে যাওয়ায় জরুরী মেরামতের জন্য তারা লিখেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী মাসেই কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

Exit mobile version