parbattanews

কুতুবদিয়ায় চালু হচ্ছে ইসলামী ব্যাংকের কার্যক্রম

কুতুবদিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই। এজেন্ট ব্যাংকিং নামে এটি চালু হলেও ইসলামী ব্যাংকের যাবতীয় সুবিধা থাকবে বলে জানা গেছে। দ্বীপ উপজেলায় সরকারি বাংলাদেশ কৃষি ব্যাংক এর দু‘টি শাখা, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লি. গ্রামীণ ব্যাংক এর শাখা থাকলেও ইসলামী ব্যাংকের কোন শাখা নেই।

উপজেলা সদর বড়ঘোপ হাসপাতাল গেইটে জনতা ব্যাংকের উপরে বিশাল ফ্লোরে চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত কেবিএফ এন্টারপ্রাইজ চালু করছে এটি। কেবিএফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, দ্বীপে দেড় লক্ষ মানুষের সেরা ব্যাংকিং সেবা দিতেই ইসলামী ব্যাংকের কার্যক্রম থাকবে। এ এজেন্ট ব্যাংকিং সেবায় ইসলামী ব্যাংকের ন্যায় ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা, উত্তোলন, ৩,৫,১০ বছর মেয়াদে ১০০০-৫০,০০০ পর্যন্ত মাসিক ডিপিএস, পেনশন হিসাব, ১ -২৫ বছর মেয়াদে হজ্জ সঞ্চয়ী হিসাব, স্টুডেন্ট সেভিং হিসাব, বৈদেশিক রেমিটেন্স অর্থ প্রদান, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বিল গ্রহণ, ইসলামী ব্যাংক সহ যে কোন ব্যাংকের শাখায় টাকা প্রেরণ, ক্ষুদ্র কৃষি বিনিয়োগের আবেদন গ্রহণ, প্রয়োজনে সরকার প্রদত্ত অবসর ভাতা ও সামাজিক সুবিধা প্রদান সহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহকসেবা দেবেন।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের যেকোন শাখা এজেন্ট কেন্দ্রে লেনদেন সুবিধা, চেক বই প্রদান, সারা দেশে এটিএম বুথ/পস মেশিনে লেনদেন করার সুবিধার্থে এটিএম /ভিসা কার্ড সম্পুর্ণ ফ্রি প্রদান সহ সকল গ্রাহক পস মেশিনে টাকা তোলার সুবিধা। শনিবারেও শাখাটি খোলা রাখা থাকবে। চলতি জানুয়ারীর শেষ সপ্তাহে এটি উদ্বোধন হবে বলে জানান তিনি।

Exit mobile version