কুতুবদিয়ায় জমিসহ ঘর পেলো আরও ৫টি ভূমিহীন পরিবার

fec-image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুতুবদিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৫টি পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২১ জুলাই) সকালে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ২৬ হাজার ২শ ২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

এ সময় আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদারসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ঘর উপহার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন