parbattanews

কুতুবদিয়ায় জমে উঠেছে ঈদ বাজার

Pic EID-1 copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় রমযানের শুরু থেকেই বিভিন্ন মার্কেটগুলোতে বেশ জমে উঠেছে ঈদের কেনা কাটা। বিকাল হতেই গভীর রাত পর্যন্ত চলছে কেনা বেঁচা। সময় মতো মানুষের হাতে পয়সা থাকায় ঈদের বাজার বেশ চড়া বলে জানান ব্যবসায়িরা। উপজেলায় চলতি বছরে মৎস্য খাত বিশেষ করে শুঁটকি উৎপাদন ছাড়াও সদ্য সমাপ্ত উৎপাদিত লবনের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি থাকায় বেশ চাঙা ঈদের বাজার। উপজেলা সদর প্রধান বড়ঘোপ বাজার ও ধুরুং বাজার ছাড়াও চৌমুহনী বাজার, আলী আকবর ডেইল শান্তি বাজারের প্রত্যন্ত অঞ্চলেও ছোট বড় পোশাক গার্মেন্টস, কসমেটিক্স, জুয়েলারী, জুতার দোকানগুলোতে উপচেপড়া ভীড় চোখে পড়ছে।

ঈদের কেনা কাটায় কিশোর কিশোরী, শিশুদের পছন্দের পোশাক হচ্ছে গার্মেন্টস তৈরি পোশাক। তবে এবার রেডিমেট গার্মেন্ট পোশাকে নিম্নমানে ছেয়ে গেছে মার্কেটগুলো। তা ছাড়া দামও নেয়া হচ্ছে আকাশচুম্বি। হরেক ডিজাইনের জামা কাপড় থাকলেও টেকসই নয়। যা খোদ ব্যবসায়ীরাও স্বীকার করেন। ধুরুং বাজারের গার্মেন্টস ব্যবসায়ী নুরুল হক জানান, এবার ঈদে বেশিরভাগ পোশাক নিম্নমানের। শিশু কিশোরদের মনভুলানো পোশাকগুলো জমকালো হলেও তা টেকসই কম হবে। তবে এমন পণ্য তিনি এবার বিক্রি করছেন না বলেও জানান। এ বারে ক্রেতারা বেশি দামের ঈদ পোশাক কিনছেন না। ফলে ক্রেতাদের চাহিদা কথা মাথায় রেখে শিশু কিশোরদের পোশাক দোকানে তুলেছেন বলে ইমু ফ্যাশনের মালিক আতিক জানান।

একই বাজারে স্কুল মার্কেটের মেসার্স নেজাম স্টোর‘র নেজাম উদ্দিন বলেন, রমযানের শুরু থেকেই ঈদের বেচা কেনা শুরু হয়েছে। নতুন ডিজাইনের বেশ কয়েকটি জুতা ছাড়াও দামি কসমেটিক্স ক্রয়ে বেশি পছন্দ করছে নারীরা। তবে দাম বেশি হলেও লবণের দাম ভালো থাকায় কেনা কাটায় ক্রেতাদের কাছে কোন সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

বড়ঘোপ বাজারে আবিদ কালেকশন, একতা গার্মেন্টস, সততা বস্ত্রালয়সহ বেশ কয়েকটি গার্মেন্টস ঘুরে দেখা যায় ঈদের কেনা কাটা পুরোদমে শুরু হয়েছে। আবিদ কালেকশনের মালিক আব্বাছ উদ্দীন, সততা বস্ত্রালয়ের মো. ফারুক জানান, ঈদের বেঁচা কেনা বেশ ভালই চলছে। শিশু, কিশোর ও নারীদের পোশাকই বেশি বেঁচা কেনা হচ্ছে বলে তারা জানান।

Exit mobile version