parbattanews

কুতুবদিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

কুতুবদিয়া প্রতিনিধি:

আধুনিক পর্যটন এলাকা গড়ে তুলতে দ্বীপে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক পড়া-লেখা আরো বাড়াতে হবে।

শনিবার (৬ এপ্রিল) বিকালে কুতুবদিয়া অফিসার্স ক্লাব মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমন বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা, উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত যুগপযোগী প্রকল্প স্টল ঘুরে দেখেন।

মেলায় স্কুল-কলেজ,মাদ্রাসাসহ মোট ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়।

Exit mobile version