parbattanews

কুতুবদিয়ায় জেলের অনুদানের ঘর পুড়ে গেছে

কুতুবদিয়া দক্ষিণ ধুরুং জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে অনুদানের ৩টি ঘর পুড়ে গেছে। শনিবার(৫ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার পর হঠাৎ জেলেপাড়ার সুভাষ জলদাশের পুত্র সুজন ও তার মা গিন্নী বালার ঘরে আগুন লাগে। মুহুর্তেই দুই ঘরে আগুন ছড়িয়ে পাশের সুকুমারের ঘরে লাগে। পাশেই ধুরুং অন্বেষা কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

সুজন দাশ. গিন্নী দাশ জানান, কোন শিশুদের গ্যাস লাইট দিয়ে খেলা করতে গিয়ে আগুন লাগতে পারে। তবে তাদের ৩ পরিবারে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, আসবাবপত্র সব মিলিয়ে অন্তত সাড়ে ৪ লক্ষটাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোর্শেদ আলম সিকদার জানান, প্রায় ৩ বছর আগে তারা একটি এনজিও সংস্থা থেকে ঘরগুলো পেয়েছিল। এগুলো পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। বিকালে উপজেলা নির্বাহি অফিসার মো. নুরের জামান চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ সহ সরকারি কর্মকর্তা, ইউপি সদস্যগণ ক্ষতিগ্রস্ত পরিবারে দেখতে যান এবং চাল,ডাল, কম্বল,পাটি বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বলে জানা গেছে।

Exit mobile version