parbattanews

কুতুবদিয়ায় জ্বালানি বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় জাতীয় জ্বালানি ও বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুলাই) সকাল ১০টায় কুতুবদিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এ প্রতিযোগিতার আয়োজন করে।

আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতের সভাপতিত্বে কুতুবদিয়া হাই স্কুলের হলরুমের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক সমীর কান্তি দাশ, প্রভাষক ইত্তেহাদুল হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে কুতুবদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কবি জসীম উদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ বিদ্যুৎ বিভাগের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তৃতা প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। বক্তৃতায় কুতুবদিয়া সরকারি কলেজের ছাত্রী জাইরিন তাসমিন ও কুতুবদিয়া হাই স্কুলের হায়াতুল মুবিন বিজয়ী হয়ে জেলা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পায়। পরে বিজয়ী ও বিচারকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Exit mobile version