parbattanews

কুতুবদিয়ায় দু‘দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

পানিতে ডুবে
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় দু‘দিনে পানিতে তলীয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (ঈদের দিন) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নেই ৫ টি পানি ডুবিতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো একটি শিশু পানি ডুবির ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গত অমাবশ্যার অতিরিক্ত জোয়ার ও প্রবল বর্ষনে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের অধিকাংশ এলাকা বেড়িবাধঁ ভেঙে তলীয়ে যায়। এ সময় স্থানীয় মন্ছুর আলি হাজী পাড়ায় ঈদের দিন বিকাল ৪টার দিকে কয়েকটি শিশু রাস্তায় খেলা করছিল। অকস্মাৎ পানি বৃদ্ধি পেয়ে রাস্তায় গড়িয়ে পড়তে থাকে। শিশুরা কিছু বুঝে ওঠার আগেই পানির স্রোতে ওই গ্রামের আবুল হাশেমের পুত্র শামীম(১০), কামালের কন্যা সুমী (৭), সায়েদ‘র পুত্র নুরুল আলম (৫), আক্তার হোসেনের পুত্র মিজবাহ (৭) ভেসে যায়।

এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্মরত ডা. মিন্টু ধর শিশদের মৃত ঘোষণা করেন।

অপর দিকে পর দিন গত শুক্রবার (৮ জুলাই) একই ইউনিয়নে তেলিয়াকাটা গ্রামের মো. ইউনুছের কন্যা হুমায়রা(৫) দুপুরে বাড়ির পাশের পুকুরে তলীয়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।

এ ছাড়া আলী আকবর ডেইল ইউনিয়নের তেলি পাড়া গ্রামে শুক্রবার নুর ছালামের পুত্র করিম (৭) পানি ডুবির ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী বলেন, জোয়ারের পানির স্রোতে রাস্তা থেকে ৪টি শিশু ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা একই গোষ্ঠীর সন্তান বলে জানান তিনি। যে কারণে এলাকায় ঈদের খুশি বিষাদে পরিণত হয়েছে।

Exit mobile version