parbattanews

কুতুবদিয়ায় নকল ধান বীজ বিক্রয়ে জরিমানা

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায়  নকল ধান বীজ বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ধুরুং বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সংশ্লিস্ট সূত্র জানায়, ধুরুং বাজারে হাবিব উল্লাহর বীজ ও কীটনাশক দোকানে ব্রি-৪৬ ধানের বীজ ব্রি-৪৭ এর লেবেল লাগিয়ে চাষিদের কাছে বিক্রি করেন। পরে চাষিরা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দিলে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ উস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ধুরুং বাজারের ওই দোকানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে নকল ধান বীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।

Exit mobile version