parbattanews

কুতুবদিয়ায় পরীক্ষামূলক বিদ‍্যুৎ পেলো ১২০০ গ্রাহক

৫ দশকের অপক্ষার পর জাতীয় গ্রিডের বিদ‍্যুৎ গেল কুতুবদিয়ায়। প্রাথমিক ট্রায়ালে নেভাল ক্যাবলের মাধ্যমে বুধবার রাত ৯টা থকেে বৃহস্পতিবার সকাল ৯টা র্পযন্ত বিদ‍্যুৎ সরবরাহ দিয়ে সরকারের যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হলো। উপজলো সদরে ১২০০ গ্রাহকের মিটারে বিদ‍্যুৎ সরবরাহ শুরু হলে খুশিতে নানা আবেগ প্রকাশ করতে থাকে দ্বীপরে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিমিষেই ভাইরাল হয়ে যায় সাগর কন্যা কুতুবদিয়ায় বিদ‍্যুৎ সরবরাহের খবরটি।

২০২১-২২ র্অথ বছরে পেকুয়ার মগনামা থেকে আড়াই কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে ডাবল লাইনে (ইন্টারনেট সহ) সমুদ্রের তলদেশে মাটির ৭ ফুট নীচে নেভাল ক্যাবল স্থাপন করে বড়ঘোপ মিয়ারঘোনায় সাব-স্টেশন । আভ্যন্তরীণ লাইন সংযোগে বিভিন্ন অসংখ্য গাছ কর্তনসহ পিলার বসানো হয়। শতভাগ সরবরাহ নিশ্চিত করতে যদিও এখনো প্রায় ১০ ভাগ কাজ বাকি রয়েছে। উপজলো সদরে পরীক্ষামূলক বিদ‍্যুৎ সরবরাহ চালু করছে প্রকল্পটি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) বিদ্যুৎ সরবারাহ সরজেমিনে তদারকি করতে কুতুবদয়িা-মহশেখালীর এমপি আলহাজ আশেক উল্লাহ রফিক আসেন । তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ- ঘরে ঘরে বদ্যিুৎ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছে। এটি দ্বীপবাসীর জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ উন্নয়ন ।

হাতিয়া দ্বীপ, নিঝুমদ্বীপ ও কুতুবদিয়া দ্বীপে শতভাগ বিদ্যুৎ সরবরাহে গৃহীত ৪০০ কোটি টাকার প্রকল্প কাজের পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, কুতুবদিয়ায় অভ্যন্তরীণ লাইন সংযোগে অধিক সংখ্যক গাছ কাটার প্রয়োজনীতায় কাজের কিছুটা ধীরগতি হয়েছে। তবে আগামী দেড় মাসের মধ্যে তারা মিটার আবেদন ও সংযোগে শতভাগ সরবরাহ নিশ্চিতের আশা করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন। এসময় কুতুবদয়িা বিউবি’র আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত উপস্থিত ছিলেন ।

Exit mobile version