parbattanews

কুতুবদিয়ায় পালিয়ে আসা ১৭ ইটভাটা শ্রমিক কোয়ারেন্টিনে

কুতুবদিয়ায় লকডাউন উপেক্ষা করে পালিয়ে চ্যানেল পার হওয়া ১৭ জন ইটভাটার শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ।

সোমবার(২৭ এপ্রিল) এসব শ্রমিকদের উদ্ধার করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয় বলে থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান।

তিনি আরো জানান, কুতুবদিয়ার ২০/২৫ জনের একটি ইটভাটার শ্রমিক রবিবার মগনামার ঘাটে অবস্থান করছিল কুতুবদিয়া পার হবার উদ্দ্যেশ্যে। খবর পেয়ে পুলিশ বিভিন্ন জেটিতে অবস্থান নেয়। রাত ১০ টার পর প্রবল ঝড় বৃষ্টির সময় তারা বড়ঘোপ অমজাখালী এলাকায় পার হয়।

বিষয়টি পুলিশের নজরে এলে ঝড়ের মধ্যেই দ্রুত অভিযান চালায়। এসময় পুলিশ ১৭ শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়। এদের ১৬ জন কৈয়ারবিল ও ১ জন আলী আকবর ডেইল ইউনিয়নের বলে জানা গেছে।

তারা চট্টগ্রাম সাতকানিয়ায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে লকডাউন অমান্য করে বাড়ি ফিরছিল। পরে তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। পলাতক শ্রমিকদের উদ্ধার চেষ্টা চলছে বলে ওসি জানান।

Exit mobile version