parbattanews

কুতুবদিয়ায় পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই: ৪ পুলিশ আহত

ছিনতাই

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের উপর হামলা করে এক আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ক্রাইমজোন খ্যাত তাবালের চর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আসামী ছিনতাইয়ের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

থানা সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার এ.এস.আই আমিনুল ইসলাম সহ সংগীয় ফোর্স নিয়ে তাবালের চর গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র হত্যা মামলা সহ অন্তত ৪/৫টি মামলার আসামী আব্দুল কাদেরকে তার বাড়ির পাশ থেকে আটক করে। তাকে নিয়ে আসার সময় আসামীর আত্মীয়-স্বজনেরা পুলিশের উপর হামলে পড়ে। তাদের বেধড়ক হামলায় পুলিশ মাটিতে পড়ে গেলে হাতকড়া সহ আসামীকে কেড়ে নিয়ে যায় তারা। খবর পেয়ে থানা থেকে আরো ফোর্স গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন।

আহতরা হলেন, এ.এস.আই আমিনুল ইসলাম(৩৮),কনস্টেবল মো. ইউছুফ (৩৫), কনস্টেবল সানি বড়ুয়া (৩২), কনস্টেবল মো. রেজাউল করিম (৩২)। এ ছাড়া তাবালের চর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র (আটক) আহত রহমত উল­াহকেও চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি ) অং সা থোয়াই বলেন, পুলিশের উপর হামলা করে কুখ্যাত আসামী ছিনিয়ে নেয়ার সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯/১০ কে থানায় নিয়ে আসা হয়েছে। হামলায় জড়িতদের বির“দ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version