parbattanews

কুতুবদিয়ায় প্রধান শিক্ষক হলেন ২৩ সহকারি শিক্ষক

 

প্রতিনিধি:

কুতুবদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হলেন ২৩ সহকারি শিক্ষক। উপজেলায় দীর্ঘদিন ধরে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ি স্ব স্ব নিকটস্থ বিদ্যালয়ে তাদেরকে শূন্যপদে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্ব প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে মোং আলমগীর কুতুবী ফয়জানি পাড়া সপ্রাবি, দ্বীপ্তি রাণী দে টেকপাড়া সপ্রাবি, রুস্তম আলী তাবালের চর সপ্রাবি, আমান উল্লাহ সিকদার কেএস রেড ক্রিসেন্ট সপ্রাবি, মো: রেজাউল করিম পশ্চিম ধুরুং সপ্রাবি, জিনাত রেহানা উত্তর বড়ঘোপ সপ্রাবি, মোছাম্মত ফারহানা ইয়াসমিন উত্তর লেমশীখালী সপ্রাবি, শফিউল আজম জালাল উদ্দিন সপ্রাবি, কুহিনুর আক্তার মুরালিয়া সপ্রাবি, মো: জসীম উদ্দিন বড়ঘোপ এরশাদ সপ্রাবি, মো: আবু তৈয়ব আজাদ পূর্ব লেমশীখালী সপ্রাবি, আজগর হোছাইন রাজাখালী সপ্রাবি, আন্জুমান আরা খুদিয়ার টেক সপ্রাবি, মো. তৈয়ব উল্লাহ দক্ষিণ ধুরুং সপ্রাবি, হোমায়রা খানম মাষ্টার নুর আহমদ সপ্রাবি, আনচারুল হক উত্তর ধুরুং এন হোছাইন সপ্রাবি, আব্দুল হামিদ পূর্ব আলী আকবর ডেইল সপ্রাবি,মুজিবুর রহমান শাহাজির পাড়া সপ্রাবি, জাহেদুল ইসলাম এম রহমান সপ্রাবি, মোহাম্মদ ইসমাঈল কৈয়ারবিল সপ্রাবি, কামাল হোছাইন লেমশীখালী পেয়ারাকাটা সপ্রাবি, খোরশেদ আলম জুম্মা পাড়া সপ্রাবি ও জালাল আহমদ কুতুবীকে নজর আলী মাতবর পাড়া সপ্রা বিদ্যালয়ে দেয়া হয়েছে।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক বলেন, পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকগণ স্ব স্ব প্রতিষ্ঠানে যোগদান করেছেন পর্যায়ক্রমে। কুতুবদিয়া সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ এখনো শূন্য রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version