parbattanews

কুতুবদিয়ায় প্রাথমিকে ২৯৪৭ ইবতেদায়িতে ৪৭৩ পরীক্ষার্থী

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইউনিয়ন ভিত্তিক ৬টি কেন্দ্রে ২ হাজার ৯৪৭ জন ও মাদ্রাসায় ইবতেদায়ি শ্রেণিতে ৪৭৩ জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ নেবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার উপজেলার ৫৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৯টি কিন্ডার গার্টেন স্কুলসহ ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠনের ২ হাজার ৯৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া মাদ্রাসার ৯টি স্বতন্ত্রসহ ১৮টি প্রতিষ্ঠানের ইবতেদায়ি শ্রেণির ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উত্তর ধুরুং ইউনিয়নে ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ধুরুং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমশীখালী ইউনিয়নে লেমশীখালী হাই স্কুল, কৈয়ারবিল ইউনিয়নে কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল, বড়ঘোপ ইউনিয়নে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আলী আকবর ডেইল ইউনিয়নে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক বলেন, উপজেলায় আগামী রবিবার থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণে ৬ ইউনিয়নে ৬টি কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি ২৯টি কিন্ডার গার্টেনসহ ৮৮টি প্রতিষ্ঠানের ২৯৪৭ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া মাদ্রাসায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইবতেদায়ি শ্রেণিতে ৪৭৩ জন পরীক্ষার্থী রয়েছে।

Exit mobile version