parbattanews

কুতুবদিয়ায় ফের করোনায় সংস্পর্শের ১০ বাড়ি লকডাউনে

কুতুবদিয়ায করোনা রোগীর বাড়িসহ ফের ১০ বাড়ি লকডাউন দিয়েছেন প্রশাসন। সোমবার দ্বিতীয় আক্রান্ত করোনা রোগী উত্তর ধুরুং বাঁকখালী গ্রামের মো. বাবুলের বাড়ি ও একই রুমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অপর ৯ জনের বাড়িও লকডাউন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর জানান, ২৫ তারিখে রিপোর্ট আসা করোনা পজিটিভ রোগীসহ তার সাথে থাকা আরও ৯ জনের বাড়ি সংস্পর্শের সন্দেহে লকডাউন করা হয়েছে।

একই সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অধিক নিশ্চয়তার জন্য ৯ জনের নমুনা আবারও পরীক্ষার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) তাদের ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বুধবার আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ১৫ জনের নমূনা সংগ্রহ করা হবে বলে করোনা প্রতিরোধ কমিটির সদস্য ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা করোনা পজিটিভ পাওয়া মো. বাবুলের নমূনা সংগ্রহ করা হয়েছিল গত ১৮ মে। রিপোর্ট এসেছে ৭ দিন পর ২৫ মে।

এর আগে প্রথম নারী করোনা রোগীর দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হয়েছে।

Exit mobile version