parbattanews

কুতুবদিয়ায় ফের ৬৯ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

কুতুবদিয়ায় ফের সাতকানিয়া থেকে ফেরত ইটভাটায় কর্মরত ৬৯ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) এসব শ্রমিক দু’দফায় চ্যানেল পার হলে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ১ম দফায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৩২ জন ইট ভাটার শ্রমিক বড়ঘোপ জেটিঘাটে পার হয়। পুলিশের চেক পোস্টে তাদের হেফাজতে নিয়ে কৈয়ারবিল ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

সকাল ১১ টায় দ্বিতীয় দফায় ৩৭ জন ইটভাটার শ্রমিক পার হলে তাদের হেফাজতে নিয়ে ২ জন ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৪ জন আইডিয়াল হাই স্কুলে, ২৮ জন ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদরাসা কেন্দ্রে ও ৩ জন আলী আকবর ডেইল কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

৬৯ জনের মধ্যে ৬৬ জন কৈয়ারবিল ও ৩ জন আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি।

গতকালও একই এলাকা থেকে ফেরত ২৭ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ানেন্টিনে নেয়া হয়েছে।

Exit mobile version