parbattanews

কুতুবদিয়ায় ফ্রি কুরআন শিক্ষার উদ্বোধন

কুতুবদিয়া দক্ষিণ ধুরুং “ফিরে আসি আলোর পথে ” এই স্লোগান নিয়ে আবাম ফাউন্ডেশনের উদ‍্যাগে ফ্রি কোরআন শিক্ষা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ‍্যায় ধূরুং বাজার স্থানীয় সংগঠন মুছা সিকদার পাড়া হেল্প ফর সোসাইটির বাস্তবায়নে এটি চালু করা হয়। প্রোগ্রামের শুরুতে কোরআন তিলায়াত করেন হাফেজ মওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবাম ফাউন্ডেশনের সদস্য মো.রাশেদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন মুছা সিকদার পাড়া হেল্প ফর সোসাইটির সভাপতি মো.নুরুল হোছাইন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম। কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাদরাসা সুপার মওলানা মোরশেদুল মান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল হামিদ, ডেন্টিস্ট রহিম উল্লাহ,বাজার পরিচালনার সাবেক অর্থ সম্পাদক মওলানা বেলাল উদ্দীন কুতু্বী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দু শুক্কুর, মো. রিয়াদ, মুছা সিকদার পাড়া হেল্প ফর সোসাইটির সেক্রেটারি মো. রমিজ এবং অন্যান্য সদস্য বৃন্দ ও কোরআন প্রশিক্ষানার্থীরা।

Exit mobile version