parbattanews

কুতুবদিয়ায় বজ্রপাতে আহত ৩

কুতুবদিয়ায় বজ্রপাতের শব্দে ৩ জন আহত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল ) দুপুরে পৃথক পৃথক ঘটনায় তারা আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে শিলা বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে।

লেমশীখালী হাবিব হাজির পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে স্বাধীন(১৪) বাড়ির পাশেই বিকট আওয়াজে বজ্রপাত হলে সে অজ্ঞান হয়ে যায়। সে হাতে ও কোমরে আঘাত পেয়েছে।

একই সময়ে দক্ষিণ ধুরুং মানিক‍্যার পাড়ার আব্দুল মাবুদের মেয়ে জাকিয়া নাসরিন(১৭) স্থানীয় বৈদ‍্যর পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতের শব্দে অজ্ঞান হয়ে পড়ে।
উত্তর ধুরুং ওয়াইজ্জার পাড়ার মাহমুদুল করিমের স্ত্রী কহিনুর আক্তার(৩৩) লেমশীখালী মাঝের পাড়ায় বাপের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতের বিকট শব্দে মুর্ছা যান। সে বারান্দায় কাজ করছিল বলে তার স্বামী জানান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, বজ্রপাতের শব্দে অজ্ঞান হয়ে পড়া আগত ৩ জনকে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

বজ্রপাতের খবর পেয়ে থানার এসআই মঞ্জুর আলম ও এসআই রায়হান উদ্দিন আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান।

Exit mobile version