parbattanews

কুতুবদিয়ায় বসবে দু‘টি পশুর হাট

কুতুবদিয়ায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে বসবে দু‘টি পশুর হাট।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলায় বড়ঘোপ সমুদ্র সৈকতে ও ধুরুংবাজারে নির্ধারিত স্থানে বেচা-কেনা চলবে কোরবানীর পশু। উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে সভায় নির্দিষ্ট স্থানে পশুর হাট ও কোরবানীর বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি বিশেষ করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্যানিটাইজার ব্যবহার, হাটে প্রবেশ পথে তাপমাত্রা নির্ণয়ে থার্মাল স্ক্যানার‘সহ স্বাস্থ্যবিধি প্রচারে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ঈদের আগে ১০ দিনের নিয়মিত হাটে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পশু বেচা-কেনার সময় নির্ধারণ‘সহ বেশ কিছু শর্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট ইজারাদারদের নির্দেশনা দেয়া হয়।

সভায় সহকারি কমিশনার (ভু’মি) মুহাম্মদ হেলাল চৌধুরী, থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী, প্রাণী সম্পাদ কর্মকর্তা লেনিন দে, ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সৈয়দ আহমদ চৌধুরী, আক্তার হোসেন,ব ড়ঘোপ চেয়ারম্যান প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, উত্তর ধুরুং প্রতিনিধি মনছুর রাব্বি ,ধুরুংবাজারের ইজারাদার কামরুল ইসলাম সিকদার,বড়ঘোপ বাজার ইজারাদার ওয়াহিদুল আলম,সাংবাদিক হাছান কুতুবী ও এমএ মান্নান বক্তব্য রাখেন।

Exit mobile version