কুতুবদিয়ায় বিদ্যুতের অর্ধ মাসের ছুটি!

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুতের ছুটি আরো বেড়েছে অর্ধ মাসের। নষ্ট মেশিন মেরামতে টেকনিশিয়ানরা অজ্ঞাত কাজ করে চলে গেছে। একই সাথে সপ্তাহ ধরে অবিরাম বর্ষন থাকায় সৌর বিদ্যুতের আলোও নিভে গেছে। ফলে অন্ধকারে তলীয়ে গেছে দ্বীপ কুতুবদিয়ার সদর।

গত ৩১ আগস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেটরটি বিকল হয়ে যায়। ঢাকা থেকে মেশিন মেরামতে টেকনিশিয়ান, পার্টস আনা হয়। ৪ সেপ্টেম্বর বিদ্যুৎ সরবরাহ দেয়ার কথা বলে মাইকিং করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রতিশ্রুত বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অন্তত ৭০০ গ্রাহক ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেন।

বড়ঘোপ বাজারে ডাকবাংলো মার্কেটে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ডাঃ অমুল্য রতন বলেন, মাত্র ৪ ঘন্টা বিদ্যুৎ দিতে মাসে কয়েকবার মেশিন নষ্ট হয়। মেরামতের নামে শুধু সরকারের অর্থ অপচয় হচ্ছে। গ্রাহকরা কোন সুবিধাই পাচ্ছেনা। নতুন মেশিন দেবার কথা বলে কয়েক বছর পার করেছে। ভোগান্তি যাচ্ছেনা।

আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত জানান, নষ্ট জেনারেটর মেরামতে টেকনিশিয়ান আনা হয়েছিল। পুরাতন মেশিন সহজে পার্টস মেলেনা।

এটি সচল হতে আরও ১৫ দিন লাগতে পারে। তবে এর আগেও হয়তো কোন ব্যবস্থা হতে পারে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, বিদ্যুতের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন