parbattanews

কুতুবদিয়ায় বিবস্ত্র পাগল বিব্রত পথচারি

Pagol copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া ধুরুংবাজারে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে বিবস্ত্র পাগল। এতে পথচারি সহ নারী ছাত্রী সকলকেই বিব্রত পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রতিদিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে ধুরুং বাজারে অজ্ঞাত পরিচয়ের একজন বিবস্ত্র পুরুষ পাগল বিচরণ করছে দিন রাত। প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র ধুরুংবাজারের অলী গলি ছাড়াও আজম সড়কেও কখনো দেখা যায় এ বিবস্ত্র পাগলটি। অনেকটা ব্যাঙের মতো চলে সে।

এ বাজারে আরো কয়েকটি পাগল বিচরণ করলেও এমন সম্পূর্ণ উলঙ্গ কেউ নেই। পাগলটি বাজারের মাঝখান দিয়ে বিবস্ত্র অবস্থায় চলায় দোকানদার, পথচারি এমনকি বাজারের সাথে ধুরুং হাই স্কুল, প্রাইমারি স্কুল, দারুচ্ছালাম বালিকা দাখিল মাদ্রাসা ছাড়াও কলেজে যাতায়াতকারি মহিলা ছাত্রীদের পথচলা বেশ অস্বস্তিকর হয়ে পড়েছে। তারা বিষয়টি না দেখার ভান করে লজ্জায় কিছু বলতেও পারছেন না।

ধুরুং বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি এসএম মনজুর আলম বলেন, যদিও পাগলের কোন স্বজ্ঞান নেই। তবু সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় একজন নেংটা পুরুষ পাগল প্রকাশ্যেই চলাচলে বাজারের সুষ্ঠ পরিবেশ নষ্ট হচ্ছে। বাজার পরিচালনা কমিটি নেই, দেখার কেউ নেই। এ ছাড়া একই বাজারে উঠতি বয়সের দু‘জন নারী পাগল রয়েছে বলেও জানান তিনি। প্রশাসনের এ বিষয়টি নজরে নেয়া উচিত বলে তিনি মনে করেন।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন, বাজারে বিবস্ত্র পুরুষ পাগল অবাধে চলা ফেরা করায় সব পথচারিই বিব্রত অবস্থায় পড়েন। পাগলটিকে বেশ কিছু দিন আগে দূরে কোন এক স্থানে ফেলে আসলেও সে আবার ফিরে আসে। প্রশাসনিক সহায়তা পেলে বাজারের সুষ্ঠ পরিবেশ রক্ষায় বিবস্ত্র পাগলকে অপসারণ বা পূর্ণবাসন করা জরুরী হয়ে পড়েছে বলে জানান তিনি।

Exit mobile version