parbattanews

কুতুবদিয়ায় ভেজাল বিরোধী অভিযান

ভেজাল বিরোধী অভিযান

কুতুবদিয়া ধুরুং বাজারে ফের ভেজাল বিরোধী অভযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৃপ্রভাত চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা জানান, মঙ্গলবার দুপুরে ধুরুংবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাংস ব্যবসায়ী নুরুল আলম নুরুকে ৫ হাজার টাকা, মুদি দোকানদার শাহাজাহানকে ৫ হাজার টাকা, মো. জাকের হোছাইনকে ২ হাজার টাকা, নুরুল আবছারকে ৬ হাজার টাকা, জসীম উদ্দীনকে ৫ হাজার টাকা, মো. জকরিয়াকে ১০ হাজার টাকা, মুবিনকে ২ হাজারসহ মোট ৭ দোকানদারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নিষিদ্ধ পণ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় থানার এএসআই সজল, কানুনগো সাজিদ মাহমুদসহ ভূমি অফিসের কর্মচারী, পুলিশ ও  আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (১২ মে) ও ধুরুং বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৬ দোকান্দারকে জরিমানা করা হয়।

Exit mobile version