parbattanews

কুতুবদিয়ায় মহৌৎসব না করে খাদ্যদ্রব্য বিতরণ

কুতুবদিয়ায় করোনার বিপর্যয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মহৌৎসব বাতিল করে কর্মহীনদের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) লেমশীখালী ধুপি পাড়ায় শ্রমজীবীদের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয় বলে থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান।

তিনি আরো জানান, গত মাসে করোনা বিপর্যয়ের শুরুতেই লেমশীখালী সার্বজনীন শ্রীকৃষ্ন অদ্বৈত চিন্তাহরি মন্দির পরিচালনা কমিটি সনাতনী মহৌৎসব আয়োজনের আবেদন করেন। সংগত কারণেই ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি।

করোনা পরিস্থিতি মোকাবেলা করতে তাদের অসহায়দের সহায়তার পরামর্শ দেন তিনি।

এসময় মন্দির পরিচালনা কমিটি মহৌৎসবের জন্য সংগৃহীত অর্থ দ্বারা মঙ্গলবার স্থানীয় কর্মহীন ধুপি, নাপিতসহ ৭০ পরিবারে খাদ্যপন্য বিতরণ করেন। এসময় থানার ওসি সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version