কুতুবদিয়ায় মানবাধিকার কমিশনের মানববন্ধন

fec-image

কুতুবদিয়ায় দৈনিক গণসংযোগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.আমান উল্লাহ ও দৈনিক ইনানীর কুতুবদিয়া প্রতিনিধি মানবাধিকার কমিশন উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইফতেখার শাহজিদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা গেইটে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল। এসময় উপজেলা শাখার সদস্যসচিব এডভোকেট মোহাম্মদ রাসেলসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ দেড় সহশ্রাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে মনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, কথিত সংবাদকর্মীর পরিচয়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মো. রাসেল ২ সাংবাদিক এম.আমান উল্লাহ ও কমিশনের দপ্তর সম্পাদক ইফতেখার শাহজিদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করে। সে মামলায় তদন্তে সত্যতা না পাওয়ায় ফাইনাল রিপোর্ট দেয়া সত্বেও বিচারক এই দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তারা অবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এসময় থানায় পুলিশ প্রশাসনের নানা অনিয়ম তুলে ধরে তার আশু প্রতিকারও চান তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মামলা, মিথ্যা, সাংবাদিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন