parbattanews

কুতুবদিয়ায় মৃত গার্মেন্টস কর্মীর করোনা পজিটিভ

চট্টগ্রামে গার্মেন্টসে কর্মরত মৃত কুতুবদিয়ার কাসুপা আক্তার সুমি করোনা আক্রান্ত ছিল। উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৮ দিন পর জানা গেল সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল।

গেল ১ জুন চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে সে মারা গেলে নিজ বাড়ি কুতুবদিয়া আলী আকবর ডেইলে দাফন করতে এসে এলাকাবাসির বাধার মুখে পড়ে লাশটি। পরে থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস সহ উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে জানাযা ও দাফন সম্পন্ন করনে।

পর দিন সুমির নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। অবশেষে ৮দিন পর ৮ জুন গভীর রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সুমির নমুনা প্রায় সপ্তাহখানেক পর পরীক্ষার রিপোর্ট সোমবার (৮ জুন) রাতে পাওয়া যায়। সুমি করোনা আক্রান্ত ছিল।

অপর দিকে একই সাথে পাঠানো করোনায় আক্রান্ত উত্তর ধুরুং বাকঁখালী গ্রামের মো. বাবুলের তৃতীয় ধাপের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে নিশ্চিত জানা গেল কুতুবদিয়ায় এখন কোন করোনা আক্রান্ত রোগী নেই।

Exit mobile version