parbattanews

কুতুবদিয়ায় যাত্রীবাহি ট্রলার ডুবিতে দেড় কোটি টাকার পন্য নষ্ট

tolar-copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ার আকবর বলী ঘাট এলাকায় যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবদিয়া-চট্টগ্রাম নৌ-রুটে যাতায়াতকারি উত্তর ধুরুং সতরুদ্দিন গ্রামের সালেহ আহমেদ কালু কোম্পানীর মালিকানাধীন ‘এমএল উপহার’ নামের যাত্রীবাহি লঞ্চ সার্ভিস মঙ্গলবার চট্টগ্রাম ব্রীজঘাট থেকে প্রতিদিনের ন্যায় ভোরে কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি মালামাল ও যাত্রী নামাতে উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে। বেশ কিছু যাত্রী ও মালামাল নামিয়ে ট্রলারটি ধুরুং জেটি ঘাট, দরবার ঘাটের দিকে যাওয়ার জন্য ফেরাতে গেলে হঠাৎ ট্রলারটি ঘাট থেকে দেড়‘শ গজ অদূরে চ্যানেলে কাত হয়ে ডুবে যায়।

এ সময় ৫০/৬০ জন যাত্রীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই লাফিয়ে নামার চেষ্টা করেন। ঘাটের আশ-পাশে থাকা অন্তত: ২০-৩০ টি ছোট ফিশিং বোট যাত্রীদের উদ্ধার কাজে লেগে যায়। জোয়ারের টানে ট্রলারটি উজানে যেতে থাকে।

বিষয়টি প্রশাসনকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে পৌছে উপজেলা প্রশাসন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে কয়েকটি বোটের সহায়তায় ডুবন্ত ট্রলার টেনে ধুরুং জেটিঘাটে নেয়ার পর চট্টগ্রাম থেকে আগত ফায়ারসার্ভিস বিশেষ  ডুবুরীদল, নেভী, কোষ্টগার্ড, উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি সহ স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক উপস্থিত হয়ে উদ্ধারকাজে সহযোগীতা করেন।

চট্টগ্রাম হালিশহর থেকে কুতুব শরীফ দরবারে আসা ওই ট্রলারের যাত্রী রিমন জানান, ট্রলারে অতিরিক্ত পন্য বোঝাই থাকায় বোটটি কাত হয়ে ডুবে যায়।

উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আসম. শাহরিয়ার চৌধুরী বলেন, ট্রলারে ধুরুং বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের পন্য সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল ছিল। যার পুরোটাই বিনষ্ট হয়ে গেছে।

এদিকে উদ্ধার শেষে  বিকাল ৫টা পর্যন্ত ট্রলারে মৃত কিংবা আহত কোন যাত্রীর সন্ধান পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহি কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানিয়েছেন। তিনি ট্রলার ডুবিতে হতাহতের ঘটনা না ঘটনায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।

Exit mobile version