parbattanews

কুতুবদিয়ায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

কক্সবাজার কুতুবদিয়ায় পারিবারিক রাস্তা দখল করে ঘর তোলাকে কেন্দ্র আপন দু’ভাইয়ের মাঝে সংঘর্ষে ৬ জন নারী-পুরুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উত্তর ধুরুং কালারমার পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ওই গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে স্থানীয় ছমদিয়া আলী মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমদ ও তার ছোট ভাই নুরুল আলম মাঝি পারিবারিক জমিতে রাস্তা নির্মাণ নিয়ে শুক্রবার সকাল ৮টার দিকে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে হামলা শুরু হলে উভয়ের স্ত্রী-সন্তানেরা এগিয়ে আসে।

এসময় মোস্তাক আহমদ (৭০), তার স্ত্রী জুবাইদা (৪৫), ছেলে আরফাত (২৬), মেয়ে এসএসসি পরীক্ষার্থী মহিমা (১৬), নুরুল আলম মাঝি (৬১), তার স্ত্রী শরীফুন নেছা(৪০) গুরুতর জখম হয়।

আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অতিরিক্ত জখমের ফলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান সবাইকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন।

স্থানীয় ইউপি সদস্য মনছুর রাব্বি বলেন, দুই ভাইয়ের মাঝে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে মোস্তাক ও তার ছেলে, স্ত্রী মিলে ওই রাস্তাটি দখল করে ঘর নির্মাণ করতে গেলে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নুরুল আলম মাঝি ও তার স্ত্রী বাধা দিলে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয় বলে তিনি জানান।

Exit mobile version