parbattanews

কুতুবদিয়ায় লকডাউনে ২দিনে ৩৭ মামলা

কুতুবদিয়ায় লকডাউন চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা না মানায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারি, চালক, যানবাহনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শুক্রবার (২ জুলাই) উপজেলা সদরে আজম সড়কে মাস্ক না পরা,যানবাহন বের করা সহ করোনায় স্বাস্থ্য বিধি না মানায় ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ২০টি মামলা রুজু হয়েছে বলে নির্বাহি অফিস সূত্র জানায়। এ ছাড়া লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার একই অপরাধে ১৭ মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নিয়মিত পুলিশি টহল, ম্যাজিস্ট্রেট মোবাইল টিম, কোস্টগার্ড এর কড়া নজরদারি থাকলেও প্রধান সড়কে বিভিন্ন স্থানে উৎসুক জনতা ভিড় করে থাকেন। এদের অনেকেরই মাস্ক নেই। যাত্রীবাহি জিপ, সিএনজি মটর সাইকেল চলাচল বন্ধ। জরুরী রোগী ও কাচা মালামাল পরিবহণে কিছুটা রিক্সা ভ্যান চলাচল করতে দেখা গেছে। প্রায় সব দোকান পাট বন্ধ ছিল দ্বিতীয় দিনেও।

Exit mobile version