parbattanews

কুতুবদিয়ায় লাইট হাউস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিণ ধূরুংস্থ লাইট হাউস শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত “লাইট হাউস বৃত্তি পরীক্ষা শুক্রবার (২৪ নভেম্বর) ধুরুং হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার স্কুল, মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে ২৩০জন ও সপ্তম শ্রেনির ১৭৫জনসহ মোট ৪০৫জন পরীক্ষার্থী অংশ নেয়।

কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার আহমদ উল্লাহ, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, ডা. মো. আবুল বশর, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোর্শেদুল আলম ও কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম. এ মান্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ ছাড়া এ সময় বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান অগ্রনী ব্যাংক লি. এর ম্যানেজার আনিছুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দুল আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক চুয়েট প্রভাষক প্রকৌশলী মো. নূর্শেদুল মামুন, বৃত্তি প্রকল্প পরিচালক এসএম. মাহফুজুর রহমান, অধ্যাপক দিদারুল ইসলাম, প্রধান উপদেষ্টা ডা. সাইয়েদুল মনির, আহ্বায়ক মুহাম্মদ আবু হুরাইরা, উপদেষ্টা বজলুল করিম, লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদের দাতা সদস্য আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র কর্তৃপক্ষসহ সবাইকে কৃতজ্ঞতা জানান বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী লেমশীখালী হাই স্কুল প্রতিষ্ঠাতা মোহাম্মদ শরীফ।

Exit mobile version