parbattanews

কুতুবদিয়ায় শেখ রাসেল দিবস পালিত

কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে জাতীয় শেখ রাসেল দিবস  উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শেখ রাসেলের মুরালে পুষ্প অর্পন করা হয়। পরে উপজেলা পুরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

পশু সম্পদ বিভাগের ডা. লেনিন দে এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন থানার ওসি মো. ওমর হায়দার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মো. আজমগীর মাতবর, ইউডিপি জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. পুলিন বিহারী শীল, প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমূখ।

মূল প্রবন্ধ পাঠ করেন কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম।

এ ছাড়া সভায় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. রজব আলী, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মনিরুজ্জামন দেওয়ানজি, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন, ভিডিপি কর্মকর্তা ধণচরন দাশ সহ সাংবাদিক, বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

Exit mobile version