parbattanews

কুতুবদিয়ায় সীমানা বিরোধে মারধরে মা-মেয়ে আহত-৩

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় বাড়ির ভিটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে উত্তর ধূরুং কালারমার পাড়ার লবণচাষী রহমত উল্লাহ’র মেয়ে পঞ্চম শ্রেণির ফল প্রার্থী রিজবা হাফছা(১০) পাশের দোকান থেকে ফেরার পথে প্রতিবেশী মৃত আমির হোছনের পুত্র আব্দুল কাদের, মুজিব ও তাদের আত্মীয় লেমশীখালীর ধলাইয়ার পুত্র মুসলেম খাঁ মারধর করতে থাকে।

এসময় তার চিৎকারে বড়বোন জেএসসি ফলপ্রার্থী  সাকিয়া (১৩) ও মা মোছাদ্দেকা (৩৫) এগিয়ে এলে তাদের উপরও লাঠি নিয়ে আক্রমণ করে তারা। পরে আহত অবস্থায় মা-মেয়ে ৩ জনকে উপজেলা হাসপাতালে নেয়ার পর মা ও বড়বোনকে ভর্তি করা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিজবাকে জেলা সদর হাসপাতালে রেফার করে চিকিৎসক।

লবণচাষী রহমত উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির কাদের, মুজিব তার বাড়ির সীমানা দাবি করে শত্রুতা করে আসছিল। এ নিয়ে মঙ্গলবার কথাকাটাটি হলে বিকালে তার দুই মেয়ে ও স্ত্রীর উপর হামলা চালায় তারা। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

Exit mobile version