parbattanews

কুতুবদিয়ায় সৈকতে আটকে আছে মালবাহি জাহাজ

কুতুবদিয়া দক্ষিণ ধুরুং সৈকতে মালবাহি বিদেশী জাহাজ আটকে আছে ৬ দিন ধরে। স্থানীয় অলী পাড়ার পশ্চিমে বালু চরে এটি আটকে গেছে।

সুরিয়া মারমেইড নামের বিশাল জাহাজটি গত শনিবার (১৯ মে) ভেসে এসে বালুচরে উঠে যায় বলে স্থানীয়রা জানায়। এটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে প্রতিদিন।

গত ৬ দিন ধরে আটকে থাকা মালবাহি জাহাজটির খোঁজ নিতে গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটি কাপ্তান ইন্দোনেশিয়ান নাগরিক আহমদ সায়ারী দৈনিক কক্সবাজারকে বলেন, পন্য ডেলিভারী দিয়ে তারা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। প্রচন্ড বাতাস আর ঢেউয়ে তাদের জাহাজটি কূলের দিকে নিয়ে আসে। তারা নোঙর দেয়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ফলে বালুচরে উঠে যায় জাহাজটি। দু‘এক দিনের মধ্যে অন্য জাহাজের সাহায্যে তারা জাহাজটি বালু থেকে সরিয়ে ফের মাল লোড করার এমন আশা করছেন
কাপ্তান।

তিনি আরও বলেন, জাহাজে ৯ জন ক্রু ও ৪ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। সাময়িক অসুবিধা থাকলেও এটি তারা সয়ে নিচ্ছেন বলে জানান তিনি।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, মহেশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য ইন্দোনেশিয়ান মালবাহি জাহাজটি ত্রুটির ফলে কয়েকদিন আগে সমুদ্র সৈকতের বালুচরে আটকে যায়। এটি পূর্ব চ্যানেলে পেয়ারাকাটায় নির্মানাধীণ জেটি ও বাশঁখালীর ছনুয়া জেটিতে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। পরে তারা পশ্চিম পাশে যেতে বালু চরে আটকে যায়।

Exit mobile version