parbattanews

কুতুবদিয়ায় স্কুল ছাত্র অপহরণের ১৪ ঘন্টা পর উদ্ধার, আটক : ২

কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় অবশেসে ১৪ ঘন্টা অভিযানের পর অপহৃত স্কুল ছাত্র মোহাম্মদ হানিফকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউসের নেতৃত্বে রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর কৈয়ারবিল সমুদ্র সৈকতে ঝাউ বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত ৮টার দিকে সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ছাত্র মোহাম্মদ হানিফকে ধূরুং বাজার হতে বাড়ি যাওয়ার পথে মিরাখালী সড়ক থেকে অপহরণ করে দূর্বৃত্তরা। অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কুতুবদিয়া থানার ওসি, এস.আই আকতার হোসেন, এস.আই জয়নাল আবেদীন, এস.আই বদিউল আলম, এ.এস.আই জাহেদ ও এ.এস.আই নুরুল আলমসহ পুলিশের টিম কয়েকটি দলে বিভক্ত হয়ে রাতেই উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘ ১৪ ঘন্টা অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হন।

এ সময় লেমশীখালী নয়াপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে মূল অপহরণকারী নুরুচ্ছফা (৩০) এবং মুন্সি মিয়াজির পাড়ার হাফেজ আহাম্মদের ছেলে সাইফুল আলম কালু (২০) নামে দুই অপহরণকারীকে আটক করা হয় বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান।

Exit mobile version