parbattanews

কুতুবদিয়ায় হালনাগাদ ভোটার কার্যক্রম মঙ্গলবার শুরু

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম  মঙ্গলবার (২৫ জুলাই) থেকে শুরু হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২৫ জুলাই থেকে ৯ আগস্ট  পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ চলবে। এসব তথ্য ১০ আগস্ট থেকে বিশেষ কমিটি বাছাই করবে।

এ ব্যাপারে গত ২০ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। গত ১লা জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের ভোটার করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে ৬৫জনকে নিয়োগ দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমও শেষ হয়েছে।

এর পর ২৫ আগস্ট উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে, ২৬ আগস্ট দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে, ২৭ আগস্ট লেমশীখালী ইউনিয়ন পরিষদে, ২৮ আগস্ট কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে, ২৯ আগস্ট বড়ঘোপ ও ৩০ আগস্ট আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদে তালিকাভুক্তদের ছবি তোলা হবে।

উপজেলা নির্বাচন অফিসার সীমন শর্মা বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২৫ জুলাই থেকে ৯ আগস্ট প্রক্রিয়া সফল করতে তথ্য সংগ্রকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

Exit mobile version