parbattanews

কুতুবদিয়ায় ১০ দিনেও মেলেনি করোনা টেস্টের রিপোর্ট

কুতুবদিয়া থেকে পাঠানো করোনা টেস্টের নমুনার রিপোর্ট ১০ দিনেও মিলছেনা। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো নমুনাগুলো কবে নাগাদ পরীক্ষা হবে তাও জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে নমুনা দেয়া অনেকেই সন্দিহান হয়ে আছেন। আদৌ পরীক্ষাগুলো হবে কিনা।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন বলেন, এ পর্যন্ত তারা ৩৪৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৯২ জনের রিপোর্ট তারা পেয়েছেন। এখনো বাকী রয়েছে আরও ৫৬ জনের পাঠানো নমুনা । এই ৫৬ জনের মধ্যে সদ্য করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আলী আকবর ডেইলের বাসিন্দা চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস কর্মীর নমুনাও রয়েছে। । অপেক্ষমান গত ৩০ জুন পাঠানো নমুনার রিপোর্ট তারা আজও পাননি বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংগৃহীত নমুনা যথা সময়ে তারা ল্যাবে পাঠিয়েছেন। তবে জেলায় অতিরিক্ত স্যাম্পল জমা থাকায় দ্রুত রিপোর্ট করা সম্ভব হচ্ছেনা। বেশ কিছু নমুনা সপ্তাহের অধিক সময় পার হওয়ায় সোমবার (৮ জুন) আবারও জেলা ল্যাবে তাগিদ দিয়েছেন বলে জানান তিনি।

Exit mobile version