parbattanews

কুতুবদিয়ায় ১৪ ভূমিহীন পেলেন স্বপ্নের ঘরের দলিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কুতুবদিয়ায় ১৪ ভূমিহীন পেল স্বপ্নের বাড়ি। শনিবার (২৩ জানুয়ারি) সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এক যোগে সবার মাঝে বাড়ি ও জমির দলিল হস্তান্তর উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, সহকারী কমিশনার (ভ’মি) মুহাম্মদ হেলাল চৌধুরী, থানার ওসি মাে. জালাল উদ্দিন, ওসি (তদন্ত) মুহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা, ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন, ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল, কুতুবদিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএম হাছান কুতুবী, ইউএডিসি অফিসার জামাল উদ্দিন, সমাজ সেবা অফিসার মো. আমজাদ হোছাইন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সমাজসেবক ও ঘর প্রাপ্ত অসহায় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ২০টি বাড়ির মধ্যে ১৪টি নির্মাণ শেষ হয়েছে এবং বাকি ৬টি একমাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে।

Exit mobile version