parbattanews

কুতুবদিয়ায় ১৫ দিন পর ৩ জনের করোনা পজিটিভ

কুতুবদিয়ায় ১৫ দিন পর রবিবার (১৪ জুন) করোনা পরীক্ষায় বহিরাগত ৩ ব্যাংক স্টাফ পজিটিভ হলেন। তাদের মধ্যে একজন নমূনা দিয়েছিলেন ৩০ মে। অপর ২ জন ১ জুন।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জয়নুল আবেদীন জানান, জেলা ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ১৪ জুন কুতুবদিয়ার ৪৩ জনের নমূনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

রিপোর্ট অনুযায়ী ১ জন সোনালী ব্যাংক লি: কুতুবদিয়া শাখার জসীম উদ্দিন। তিনি গত ৩০ মে নমূনা দিয়েছিলেন। অপর ২জন আমির হোছাইন ও আলী আহমদ গ্রামীণ ব্যাংক কুতুবদিয়া শাখার। তারা নমূনা দিয়েছেন ১ জুন।

করোনা টেস্ট জটে পড়ে দুই সপ্তাহ পর রিপোর্ট আসায় বিপাকে আক্রান্তরা। নির্ভিগ্নে নমূনা দিয়ে সবাই কর্মস্থলে কাজ করে যাচ্ছেন। এতে করোনা ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে অনেকেই মনে করেন।

Exit mobile version