parbattanews

কুতুবদিয়ায় ২য় ধাপে করোনা ভ্যাকসিন প্রদান শুরু

কুতুবদিয়ায় বৈশ্বিক মহামারীর করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা প্রদান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।

এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, দ্বিতীয় ধাপে প্রথম ডোজের জন্য চিনের তৈরি সিনোফার্মার করোনা প্রতিরোধে ১ হাজার ৪শ ডোজ ভ‍্যাকসিন আমরা পেয়েছি। প্রথম দিন মঙ্গলবার ৮ জন ব‍্যক্তি করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহন করেছেন । পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশনকৃত সবাইকে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

Exit mobile version